বিবর্তন রোডম্যাপ
বিবর্তন নিয়ে আমরা কিভাবে আগাব, তার একটি দিকনির্দেশিকা নিচে দেওয়া হল
প্ল্যানিং
প্রথমে আমরা মানুষের কাছে সহজেই যেন দূর্নীতির গল্পগুলো পৌছাতে পারে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, তাই আমরা আমাদের সাইটকে রাখব সম্পূর্ন পরিষ্কার ও ইউজার ফ্রেন্ডলি।
টেস্টিং
আমরা আমাদের প্রচেস্টা দেখিয়ে বিবর্তন সাইটটি নিয়ে এসেছি। এখন আমরা ইউজারদের ব্যবহারবিধি এবং আচরণ লক্ষ করব এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেস্টাকে আরও বড় পরিষরে নিয়ে আসব।
মোবাইল অ্যাপ
ইউজারদের কাছ থেকে পর্যাপ্ত সাড়া পেলে আমাদের পরবর্তী প্রচেষ্টা হবে “বিবর্তন” – এর জন্য একটি মোবাইল অ্যাপ নিয়ে আসার, যাতে করে মানুষ আরও অনেক সহজে দূর্নীতির তথ্যগুলো শেয়ার করতে পারে।